বাউফলে আমন রোপনে পানি ও শ্রমিক সংকট

বাউফলে আমন রোপনে পানি ও শ্রমিক সংকট

সাইফুল ইসলাম, বরিশাল.লাইভ : ভাদ্র মাস। কৃষকের জমিতে রোপা আমন রোপনের উপযুক্ত সময়। কিন্তু মাঠে পানি না থাকায় কৃষক আমন রোপন করতে পারছে না। অন্যদিকে রয়েছে শ্রমিক সংকট।
খোঁজ নিয়ে জানাগেছে বাউফল উপজেলার ১৫ টি ইউনিয়নে এ জমির প্রধান ফসল হচ্ছে  আমন ধান। এ আমন ধানের রোপা রোপন করে থাকে শ্রাবন ও ভাদ্র মাসে। কৃষকের প্রধান ফসল আমন ধান রোপনের সময় অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টি যে কোনো একটি দুর্যোগের শিকার হয়ে থাকে। প্রতি বছর ন্যায় এ বছর অতিবৃষ্টি না হলেও সময়মতো বৃষ্টি না হওয়া কৃষিকের মাঠের জমিতে আমন রোপা বোপন করতে পারছে না। অন্যদিকে নিচু জমিতে পানি থাকলেও স্লুইসগেট বন্ধ খাকায় পানি নামতে পারছ্ েনা ফলে জলাবদ্ধ সৃষ্টি হচ্ছে।  অন্যদিকে কৃষি কাজে আশানুরুপ অর্থ না াকায়া অন্য পেশায় ঝুকেছে। রয়েছে কষি শ্রমিকের অভাব। খোজ নিয়ে আরো জানাগেছে, কৃষকের প্রতি কড়া (তিন শতাংশ) জমিতে আমন রোপন রোপন করতে ১শ টাকা শ্রমিক মজুরী দিয়েও কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না।